দেবহাটা অফিস \ দেবহাটার উপজেলার পাঁচটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন পরবর্তী গতকাল ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্যের টিম প্রধান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুম বিল্লাহর গতকাল বিকালে গাজীরহাটসহ বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, বিএনপির নেতা শহিদু ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দসহ অপরাপর যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। নবগঠিত ও ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হলেন যথাক্রমে কুলিয়া ইউনিয়নের আহ্বায়ক ও সদস্যসচিব এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু ও রুহুল আমীন, পারুলিয়া ইউনিয়নের আহ্বায়ক ও সদস্যসচিব যথাক্রমে আব্দুল বারী ও হাসান সরাফি, সখিপুর ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন মেম্বর ও আবুল হোসেন বকুল, নোয়াপাড়া ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে মো: মাসুম বিল্লাহ ও প্রভাষক কামাল হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে মো: আব্দুস সাত্তার ও রফিকুল ইসলাম মন্টু মেম্বর। কমিটিকে আগামী পনের দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে বলা হয়েছে। ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণায় সধারণ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।