দেবহাটা অফিস \ বিকাল তিনটার কিছু সময় পর হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা, ঠান্ডা বাতাস প্রবাহমান, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের আবহ তারপর গুড়ি গুড়ি বৃষ্টি কিছু সময়ের মধ্যেই মাঝারী আকার সেই সাথে শিলাবৃষ্টি। দেবহাটার পারুলিয়া, কুলিয়া, গাজীরহাট, উপজেলা সদর সহ আশপাশের এলাকায় দীর্ঘ সময় যাবৎ অবিরাম গতিতে বর্ষা নামতে থাকে এবং শিলা বৃষ্টির প্রভাব থাকে অব্যাহত। সড়ক পরিচ্ছন্ন যায়গা, বাড়ীর উঠান, বসতবাড়ীর ছাদ সর্বত্র কিছু সময়ের মধ্যে শিলাময় শ্বেত শুভ্রতায় পরিপূর্ণ হয়। কিশোর কিশোরী হতে শুরু করে বয়স্করাও শিলা (গ্রাম্য ভাষায় শিল) কুড়াতে ব্যস্ত সময় অতিক্রম করে। প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘসময় যাবৎ বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা। কোথাও কোথাও হঠাৎ বৃষ্টিতে পানি জমেছে। যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় কিছুটা বিঘ্নতার সৃষ্টিও করেছে। আম চাষীরা জানান শিলা বৃষ্টিতে আমের ফলনের উপর বিরুপ প্রভাব পড়তে পারে।