দেবহাটা অফিস ॥ খুলনা বিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বরিশাল উপ অঞ্চলকে পরাজিত করলো সাতক্ষীরার গর্ব দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ভলিবল দল। ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ দেবহাটার এই বিদ্যালয়টি খুলনা উপঞ্চল (খুলনা বিভাগ) এর সম্মান বয়ে আনলো। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লক্ষ্যে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর নেতৃত্বে আগামী নয় ফেব্র“য়ারী রাজশাহীতে প্রতিপক্ষ দলের সাথে প্রতিদ্বন্দিতা করবে। গতকাল বরিশালে বিভাগীয় কমিশনারের হাত থেকে পুরস্কার গ্রহন করে দেবহাটার গৌরব ভলিবল দলটি রাজশাহী অভিমুখে রওয়ানা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক এনামুল হক। উপজেলা, জেলা, বিভাগ, উপ অঞ্চল চ্যাম্পিয়ন শেষে জাতীয় পর্যায়ে পৌছানোয় দেবহাটার সর্বত্র বইছে উচ্ছ্বাস, উৎসব, উল্লেখ্য এই মাধ্যমিক বিদ্যালয়টি ২০২৩ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করে। প্রধান শিক্ষক এনামুল হক বাবলু দৃষ্টিপাতকে জানান আমাদের ছেলেদের সাফল্যে গর্বিত দেবহাটা, এবং বিশেষ ভাবে আলোকিত হয়েছে সাতক্ষীরা জেলা, এলাকাবাসি অপেক্ষার প্রহর গুনছেন সোনার ছেলেদের বরন করার জন্য।