দেবহাটা অফিস \ দেবহাটার বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে কৃত্রিম সংকট রোধে ও অসাধু ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধি রোধ বিষয়ে সরেজমিন উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করলেন নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী, রোজা মাধ্যম সহ বিভিন্ন পণ্য সামগ্রীর অতিরিক্ত মূল্য নির্ধারণ না করা, সংকট সৃষ্টি না করা, ওজনে কম না দেওয়া, মূল্য বিষয়ক তালিকা প্রদর্শন সহ সব ধরনের পণ্য কেনা বেচায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়েও বাজার পরিদর্শনের সময়ে উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক উপজেলা একাডেমীক সুপার ভাইজার মিজানুর রহমান, চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। সখিপুর বাজার পরিদর্শনকালে একটি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে জনমনে স্বস্তি ফিরেছে।