দেবহাটা অফিস ॥ দেবহাটার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। উপজেলার ঘলঘলিয়ার এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর প্রচার হলে একাত্তরে রনাঙ্গনের সাথী সহ বিভিন্ন শ্রেনির পেশার লোকজন বাসস্থানে উপস্থিত হন। দৈনিক দৃষ্টিপাতের ফটোসাংবাদিক আব্দুস সবুরের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পাতাক ও পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা জানান ও গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নজমুছ সাহাদাত ওরফে নফর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ সহ অপরাপর বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।