দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার চালতেতলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৬) গতকাল প্রত্যুষে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। বীর মুক্তিযোদ্ধাকে গতকাল সকাল ১১ টায় চালতেতলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান সহ উল্লেখযোগ্য সংখ্যক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। দেবহাটা পুলিশের এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের দলটি গার্ড অব অনার প্রদান করেন। মরহুমের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তৌফিকুল আলম উপস্থিত ছিলেন।