দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুরের মাঘরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মজিদ (৭২) এর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন, পারিবারীক গোরস্থানে তাকে দাফন করা হয়।