দেবহাটা অফিস ॥ দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিদায়ী শুভেচ্ছায় মিলিত হলেন উপজেলা নির্বাহী মো: ইয়ানুর রহমান। অতি অল্প দিনে মাঠ প্রশাসনের অফিসার হিসেবে নিজেকে কার্যতঃ সৎ, দক্ষ, চৌকস এবং সেবা গ্রহীতাদের অত্যন্ত কাছাকাছি এসেছিলেন, বীর মুক্তিযোদ্ধারা। গতকাল বিদায়ী নির্বাহী অফিসার এর চারমাসের কর্মকালীন সময়ের ভুয়সি প্রশংসা করেন। গতকাল সকাল এগারটার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে উপস্থিত হলে বীর মুক্তিযোদ্ধারা স্বাগত জানান এবংএকে একে বিদায়ী বক্তব্য রাখেন। অত্যাত সৃষ্টিশীল এবং উদ্যমী নির্বাহী অফিসারের নানামুখি দায়িত্ব কর্তব এবং সক্ষমতার প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধারা। বিদায়ী শুভেচ্ছা শেষে দেবহাটা মুক্তিযোদ্ধাদের বানানো পরিবেশ বান্ধব কাঠের তৈরী দৃষ্টিনন্দন পঞ্চাশটি চেয়ার সরবরাহ করন। এ সময় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন মাষ্টার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা নাজমুছ সাহাদাৎ নফর বিশ্বাস, আঃ ওহাব, সাবুর আলী, আঃ গফফার, সাবুর আলী, মোফাজ্জেল হাসেন, ইদ্রিস আলী প্রমুখ।