দেবহাটা অফিস ॥ সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবহাটার নোয়াপাড়ার কৃতি সন্তান মনোরঞ্জন মুখার্জী ওরফে মনি বাবুর পঞ্চম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দেবী শহর বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নোয়াপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, পরিষদের জমিদাতা গাজীরহাট সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি, নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য সৃষ্টিশীল জনবান্ধব মনোরঞ্জন মূখার্জীকে তার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে তার প্রতিষ্ঠিত দেবী শহর বালিকা বিদ্যালয় শোক শ্রদ্ধা আর স্বীকৃতিতে স্মরনসভা করে। দেবহাটা উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অজয় ঘোষ জানান স্বর্গীয় শ্রদ্ধেয় মনোরঞ্জন মুখার্জীর নিজস্ব বাসভবনে ভক্তিমূলক সঙ্গীত ও ভাগবতীয় অনুষ্ঠান ও প্রসাদ সেবনের আয়োজন করা হয়।