দেবহাটা অফিস ॥ দেবহাটার কিংবদন্তী শিক্ষক হাজার হাজার শিক্ষার্থীর পথিকৃত দেবহাটা বিবিএমএপি ইনস্টিটিউশন সরকারি পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধারবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবীন স্যার দেহ ত্যাগ করেছে। প্রিয় শিক্ষকের মৃত্যুর খবরে শোকাত এলাকাবাসি। ইংরেজী বিষয়ে বিশেষ পারদর্শি এই প্রথিতযশা শিক্ষকের ছাত্ররা দেশবিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। উপজেলার কোড়া গ্রামের তিনি জন্ম গ্রহন করেন। পারিবারীক সূত্র জানায় তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন গতকাল প্রত্যুষে দেহতাগ করেন। এই বীর মুক্তিযোদ্ধা প্রতিশ্র“তিশীল শিক্ষককে রাষ্ট্রীয় মর্যাদা পরবর্তি দেবহাটা মহাশ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি একপুত্র,কন্যা, স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।