দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহসানউল−াহ কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শিক্ষাবিদ আলহাজ্ব আঃ মজিদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। শনিবার দিবাগত রাত তিনটার দিকে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজীবন শিক্ষাব্রত মরহুম আলহাজ্ব আঃ মজিদ সখিপুর খান বাহাদুর আহসান উল−াহ কলেজ প্রতিষ্ঠানের অন্যতম এবং তিনি প্রতিষ্ঠা কালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। অত্যন্ত বিনয়ী, সামাজিক, ছাত্র অভিভাবক বান্ধব সর্বপরি কর্তব্য ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে সব মহলে পরিচিতি পান। পরোপকারী এবং দানশীল হিসেবে তিনি নিজেকে বিশেষ উজ্বল চরিত্রের সাথে সম্পৃক্ত হন। মহান এই শিক্ষকের মৃত্যুর খবর প্রচার হলে সখিপুরসহ বাড়ীতে শোকার্ত মানুষের ভিড় বাড়তে থাকে। সব শ্রেনির পেশার লোকজন প্রিয় শিক্ষককে শেষ বারের মত দেখতে আসেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, স্ত্রী, ভাই, বোন সহ অগনিত গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। জানাজায় মরহুমের ছাত্র, সহকর্মি, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী এবং এলাকাবাসি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত হন দরদী শিক্ষক।