দেবহাটা অফিস \ দেবহাটার বিশিষ্ট্য শিক্ষানুরাগী চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ (৭৪) গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ইন্তেকাল করেছেন। স¤প্রতি স্টোকে আক্রান্ত হলে সাতক্ষীরা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মরহুম আব্দুস সামাদ শিক্ষাকতা পেশায় নিয়োজিত ছিলেন, দেশবিদেশের অগনিত শিক্ষার্থী ছড়িয়ে আছে। শিক্ষাকতা পেশা হতে অবসরে গেলেও তিনি শিক্ষাকে এগিয়ে নিতে ছিলেন সদাজাগ্রত, সাতক্ষীরার প্রাথমিক শিক্ষকদের নেতা আব্দুল হান্নান বাবুলের পিতা মরহুম আব্দুস সামাদ এর মৃত্যুতে শিক্ষক সমাজ সহ সাধারন মানুষের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও যুক্ত ছিলেন। চাঁদপুর মসজিদের সভাপতি হিসেবে মসজিদকে এগিয়ে নিয়েছেন। মরহুম শিক্ষাবীদ স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই রিপোর্ট লেখার সময় মরহুমের চাঁদপুরুস্থ বাসভবনে বিপুল সংখ্যক মানুষ সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন।