বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবহাটার শিশু মিম ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত; কাঁদছে দেবহাটা, শোকাহত দেবীশহর কালাবাড়িয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

 

দেবহাটা অফিস \ মারিয়া সুলতানা মিম, জীবন শুরুর প্রারম্ভেই পৃথিবী হতে চির বিদায় নিয়েছে। তার মৃত্যুতে কাঁদছে দেবহাটার বিস্তীর্ণ জনপদ শোকে মাতম দেবীশহর, কালাবাড়িয়া এলাকার আমজনতা। শিশু মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অন্য দিনের ন্যায় গতকালও মিম কালাবাড়িয়া হতে গ্রামের মেঠো পথ ধরে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসছিলো সময় তখন নয়টা বাজার কিছু পূর্বে স্কুল সংলগ্ন সড়ক বেয়ে চলছিল এমন সময় কথিত যান ইটভর্তি ট্রলি মিমকে পিষ্ট করে। মুখায়ব, মাথা ছিন্নভিন্ন হয়ে নিরব, নিথর হয় মিম। ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে, এলাকাবাসি, অভিভাবকরা ট্রলি চালক মনিরুল ইসলামকে আটক করে। কালাবাড়ীয়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রিয় সহপাঠি মিমের মৃত্যুতে এবং নিথর দেহ প্রত্যক্ষ করে কেঁদেছে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসি। মর্মান্তিক বেদনা বিধুর মৃত্যুতে দেবহাটার আকাশ বাতাস কেবল ভারী হয়েছে তা নয় বারবার আলোচিত হচ্ছে কথিত যান ট্রলি, মাটিবহন করা বাম্পার ট্রাকের অবাধে বেহিসেবি চলাচল। হাজারো মানুষের অশ্র“সিক্ততায় গতকাল দাফন করা হয়েছে মিমকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com