দেবহাটা অফিস \ দেবহাটায় সখিপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে গতকাল বিকালে নায়কোলী সাইক্লোন সেন্টারে বিপুল সংখ্যক কৃষকদলের নেতাকর্মী ও কৃষকের উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, হাসান সরাফি, আবুল হোসেন বকুল, কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীজী দলের সভাপতি মোনাজাত গাজী, শ্রমিকদল সভাপতি বিকাশ সর্দার, বাবুল খান, জুলফিকার আলী জুলু, রবিউল ইসলাম, আ: মান্নান মিনি, রফিক তরফদার প্রমুখ। প্রধান অতিথি বরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যেয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের ৩১ দফাকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেওয়ার আহ্বান জানান।