দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুরের ধোপাডাঙ্গায় আলোক আভার বিচ্ছুরন ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য লাঠিখেলা। বয়সের ভারে নুয়েপড়া, আবার সুঠাম দেহের অধিকারী যুবক, পৌঢ়রা রং বেরং এর পোষাক পড়ে সুরম্য সাজে লাঠি হাতে বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে লাঠি খেলেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে লাঠিখেলা মহা আনন্দআয়োজনে পরিনত হয়। দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই আয়োজন আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেনির লোক জন উপস্থিত হয়। মন মাতানো লাঠিখেলা উৎসবে, মহিলা দর্শকদের উপস্থিতি ও কম ছিল না। বর্তমান প্রজন্ম যে সময় ভুলতে বসেছে গ্রামীন জনপদের লাঠিখেলা সেই মুহুর্তে সখিপুরের ধোপাডাঙ্গা সহ আশপাশের জন সমাজ আয়োজন করলো এই ঐতিহ্যবাহী খেলা। উপজেলার বিভিন্ন এলাকা হতে লাঠিয়ালরা লাঠি খেলায় অংশ গ্রহন করেন।