শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যাংককে মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইনে ড. ইউনূস প্রয়োজনীয় সংস্কার হয়ে গেলে অংশগ্রহণমূলক নির্বাচন করবো: প্রধান উপদেষ্টা থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ড. ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠক ফেরত নেওয়ার জন্য পৌনে দুই লাখ রোহিঙ্গা চিহ্নিত করেছে মিয়ানমার থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহŸান মসজিদে কুবাই তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর মায়ের রূহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল−ীবৃন্দ। তারেক রহমানের দেশ গড়ার বার্তা নিয়ে তৃনমূলে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা শ্যামনগরে শান্তি ফেরাতে ছাত্র ও যুব সমাজের মিছিল ও প্রেস ব্রিফিং

দেবহাটার সন্তান আবুল হাসান সরকার যুগ্ম সচিব হলেন সৃষ্টিশীল দায়িত্বশীলতার প্রতিমুখ \ এলাকায় খুশির ঝিলিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

দেবহাটা অফিস \ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান, প্রশাসন পরিবারের দক্ষ পরিচ্ছন্ন ও দায়িত্বশীল সদস্য হিসেবে তিনি ইতিমধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্বরত। দেবহাটার পারুলিয়ায় জন্মগ্রহণকারী আবুল হাসান পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা ও পারুলিয়া থানার শাহ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন। পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নকালে পাঠাগার স্থাপন, ভাষা শিক্ষা ক্লাব, গ্রামের বয়স্কদের জন্য নৈশকালীন শিক্ষাদান, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহপাঠিদের নিয়ে সংস্কার সহ বহুবিধ সৃষ্টিশীল কর্মযজ্ঞের সাথে সংশি­ষ্ট ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে মেধার স্বাক্ষর রেখে তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরীতে যোগদান করেন। মাঠ প্রশাসনে কর্মরত থাকা অবস্থায় যখনই ছুটিতে গ্রামের বাড়ীতে আসলে স্কুল জীবনের সহপাঠি ও গ্রামের লোকজনদের নিয়ে উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতেন। তারই ধারাবাহিকতায় উন্নয়নমুখি গ্রামের স্বজন হিসেবে বর্তমান সময়গুলোতেও তিনি নিজের গ্রামের পাশাপাশি উপজেলা ও জেলায় উন্নয়নের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর হিন্দু স¤প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজার দিন গুলোতে উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সাতক্ষীরার দুর্গামন্দির গুলো পরিদর্শন সহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। দেবহাটার পারুলিয়া জনসাধারণ এর আশীর্বাদধন্য আবুল হাসানের পদোন্নতি খবরে সর্বস্তরের জনসাধারণের মাঝে খুশির ঝিলিক বইছে। পারুলিয়ায় আব্বাজ আলী গাজীর সুযোগ্য পুত্র আবুল হাসান পারুলিয়া বাসির সন্তান হিসেবেই খ্যাত। তিনি নিজগ্রামের ও উপজেলার বাইরেও কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রেখেছেন ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি, দেবহাটা সমিতি, শিক্ষার্থীদের সংগঠন দরদীর সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তার পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা হতে প্রকাশিত বহুল প্রচারিত দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি,এম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল­্যাসহ দৃষ্টিপাত পরিবার। অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ দেবহাটা সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী হাউজ বিল্ডিং কর্মকর্তা খাইরুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক ব্যাংকার তাহজ্জত হোসেন হিরুসহ দরদীর নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com