দৃষ্টিপাত রিপোর্ট ॥ সাতক্ষীরার সন্তান এবং সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের শিক্ষক ডা: নাসির উদ্দিন গাজীর দ্বিতয়ি গ্রনথ স্বপ্নভঙ্গ এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমীর ৮৯,৯০ ও৯১ নং স্টলে পাওয়া যাচ্ছে। স্বপ্ন ভঙ্গ উপন্যাসটি ইতিমধ্যে পাঠক ও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, ইতিপূর্বে সাতক্ষীরার এই কীর্তিবান ডাক্তার ও নাসির উদ্দীন গাজীর প্রথম কাব্যগ্রন্থ কবিতার ভবুন প্রকাশিত হয় সেটে ব্যাপক পাঠক প্রিয়তা পায়। ডাক্তারী পেশায় নিয়োজিত থাকা এবং স্বনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিতি পাওয়া অত্যন্ত সহজ সরল, সাদামাঠা জীবন যাপন কারী নাসির উদ্দীন গাজীর জন্ম সাতক্ষীরা দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামে। গ্রামে মেঠো পথের এক সময়ের ছেলেটি একই সাতে কবি, উপনাসিক এবং চিকিৎসক, ছাত্রজীবনের প্রতিটি ক্ষেত্রে অনন্য মেধার সাক্ষর রাখার ডাঃ নাসির উদ্দীন এর পিতা মাওলা বক্স গাজী, এক ভাই শিক্ষক অন্যভাইয়েরা প্রতিষ্ঠিত, স্ত্রীর নাম জাকিয়া সুলতানা রুমি একজন সঙ্গীত শিল্পি এবং লেককের অনুপ্রেরণার ক্ষেত্র। চট্টগ্রামের মেয়ে, নয় ভাই বোনের মধ্যে সকলের ছোট, এই দম্পতির দুই সন্তান পুত্র গাজী নাহিদ সুলতান বাবু ও কন্যা যায়রা ওয়াসেনাত নায়যা। উপন্যাসিক ও কবি ডাঃ গদাজী নাসির উদ্দীন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। নাসির উদ্দীন গাজী সৃষ্টিশীলতার প্রতিমুখ হিসেবে নিজেকে বিনির্মান করতে সক্ষম হয়েছেন, একাধারে সুচিকিৎসক সাহিত্যিক কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, আবৃত্তিকার, বিতর্কিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবাধ বিচরন, তিনি ছাত্র ীবনে ভাল ফলাফলের জন্য একাধিক বার স্বর্ণপদক অর্জন করেন। নিজ গ্রামের মানুষদের বিনা খরচে চিকিৎসার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করেন। গ্রামের মানুষের কাছে তিনি অতি আপন জন এবং গর্বের ধন। একুশের বই মেলার পাশাপাশি সাতক্ষীরায় বইটি পাওয়া যেতে পারে এমন ব্যবস্থা কালে সাতক্ষীরার পাঠকরা তাদের প্রিয় লেখকের বইটি সহজেই পাবে।