দেবহাটা অফিস \ দেবহাটার রপ্তানীকারক প্রতিষ্ঠানে সিমরা এগ্রো পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বিভিন্ন ধরনের খাদ্য ও মসলা উৎপাদন ও রপ্তানী প্রতিষ্ঠানটিতে দুপুরে পৌছালে প্রতিষ্ঠানটির পক্ষহতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আতিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। দেবহাটা ওসি শেখ ওবায়দুলাহ, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রতিষ্ঠানটির পরিচালক তাহেরুল ইসলাম তাহের প্রমুখ।