দেবহাটা অফিস \ দেবহাটার স্বচ্ছ ও সুশীল ব্যক্তিত্ব খ্যাত শেখ রিয়াসাত আলীর (৮৯) জীবনাবসান ঘটেছে। গতকাল সকাল নয়টার দিকে তিনি অসুস্থ হয়ে উপজেলা সদরের বাসভবনে ইন্তেকাল করেন। উচ্চ শিক্ষিত মরহুমের পিতা রহমত আলী মাষ্টার তৎকালীন সময়ে খ্যাতিমান ছিলেন। তার সহদর শেখ রেজওয়ান আলী হাইকোর্টের সাবেক বিচারপতি পুত্র হাসান রেজা রিপন দেবহাটা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও বিশিষ্ট ব্যাংকার। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে সুশীলগাতীস্থ পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশ নেওয়া, দাফন কাজে অংশ নেওয়া সহ শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাতে আসা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের পুত্র হাসান রেজা রিপন।