দেবহাটা অফিস ॥ দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তমকুমার রায় জানান উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে পারুলিয়া, ও কামটা এলাকায় অভিযান চালিয়ে এগারশত পঞ্চাশ কেজি (যা পঞ্চান্নটি ক্যারেটে সংরক্ষিত ছিল) অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দকরে। গতকাল বেলা এগারটার দিকে উপজেলা সদরের ফুটবল মাঠে জনমুখে উক্ত সমুদয় অপরিপক্ক আম বিনষ্ট করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপা রানী সরকার, কৃষি অফিসার শরীফ তিতুমীর সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। নির্বাহী অফিসার এ সময় আম ব্যবসায়ী সহ আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে নির্ধারন করে সময়ের পূর্বে আম না ভাঙ্গার আহবান জানান।