দেবহাটা অফিস ॥ দেবহাটায় বিনম্রশ্রদ্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের শহীদ মিনারের পাশাপামি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেলসেমে জামিল আহমেদ, দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা প্রকৌশলী শোবন সরকার, সমাজ সেবা অধির কুমার গাইন সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নফর বিশ্বাস, কৃষি অফিসার শরীফ তিতুমীর, সমাজসেবা অধিকার কুমার গাইন প্রমুখ। সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজত দেবহাটা কলেজের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। উপজেলার সকল মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর পূর্বে একুমের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা কলেজ, প্রেসক্লাব, সরকারি পাইলট হাইস্কুল, যুবলীগ ছাত্রলীগ সদর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করেন।