দেবহাটা অফিস ॥ খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) মো:হুসাইন শওকত গতকাল দেবহাটায় ব্যস্ততম সময় অতিবাহিত করলেন। দেবহাটা উপজেলা প্রশাসনআয়োজিত জন্ম মৃত্যু নিবন্ধন লক্ষ্য মাত্রা পুরন বিষয়ক সভায় অংশ নেন। বিকালে সখিপুর ইউনিয়ন আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, ইভটিজিং, যৌন হয়রানী, মাদক ও আত্মহত্যা প্রতিরোধ সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পরামর্শ প্রদানকরেন। শিশুর জন্মের ৪৫ দিনেরমধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যুর ৪৫ দিনেরমধ্যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামুলক এবং এটই আইন এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা, উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মদ, চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ: মতিন বকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,সচিব গোলাম রব্বানী প্রমুখ।