দেবহাটা অফিস \ সাংবাড়িয়া যুব সংঘের আয়োজনে আল মাওয়া ইন্টারন্যাশনাল উপজেলা চেয়ারম্যান কাপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মো: মোমিনুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর যুব সংঘ বনাম চাম্পাফুল ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মো: মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ভাইস চেয়ারম্যান হাবিুবর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, মো: মহিউদ্দীন, ইউপি সদস্য মো: মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো: মোনায়েম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মো: কাইয়ুম, ইউপি সদস্য ফরিদা পারভীন, মো: জাকির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।