দেবহাটা অফিস ॥ দেবহাটার উৎসবমুখর পরিবেশ শেষে গতকাল জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলার পর গতকাল উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষহলো এই ধর্মীয় উৎসব। উপজেলার গাজীরহাট দুর্গামন্দির কমিটি আটশত বিঘা নাহট্র সংঘ, উপজেলা সদরের পাটবাড়ী, পারুলিয়অ জেলিয়াপাড়া,কুলিয়অ, সুবর্ণাবাদ,সখিপুর পালপাড়া সহ অপরাপর মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা ছিল উৎসবমুখর, রথযাত্রা উৎসবে বিভিন্ন ভাবে দায়িত্বপালন করেন ও তত্ত্বাবধানেছিলেন পাটবাড়ীর পুরোহীত স্বপন গোস্বামী, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সভাপতি শরচৎচন্দ্র,সাধারন সম্পাদক অজয়কুমারঘোষ,সমাজ সেবাঅফিসার অধীল কুমার গাইন, গোপাল চন্দ্র, বলরাম, পল্টু, রিন্টু, দেবব্রত, নবকুমার দীপক, গৌতম প্রমুখ।