দেবহাটা অফিস \ দেবহাটার পূজা মন্ডপ গুলোতে বইছে উৎসবমূখর পরিবেশ। উপজেলার একুশটি পূজা মন্ডপে গতকাল অষ্টমীতে দর্শনার্থীদের উপস্থিত ছিল ব্যাপক। আজ মহানবমীতে দর্শনার্থীদের আগমন ব্যাপক পরিসরে ঘটবে বলে ধারনা করা হচ্ছে। দেবহাটার গাজীরহাট ও পারুলিয়া ও সখিপুর বাজারে পূজা মন্ডপে আগতদের বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে। দুরদুরান্ত হতে দর্শনার্থীরা গাজীরহাট পুজা মন্ডপ এর দিকে সর্বাধিক ঝুকছে। অবশ্য দক্ষিন পারুলিয়া জেলিয়া পাড়া সখিপুর পালপাড়া, বহেরাও কম নয়। মাঝ পারুলিয়া দাস পাড়া পূজা মন্ডপ ও বিশেষ আকর্ষনীয় হয়ে উঠেছে। সূবর্ণাবাদ পূজা মন্ডপের আলো ছড়াচ্ছে। ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক এমপি সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান দেবহাটার উলেখযোগ্য সংখ্যক পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি শেখ ওবায়দুলাহ প্রতি মুহুর্তে পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন ও অবস্থান করছেন। এক কথায় উৎসব এর আমেজ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে দূর্গোৎসব।