দেবহাটা অফিস ॥ উৎসবমুখর পরিবেশে শ্রদ্ধায় আর দিনব্যাপী নানান ধরনের আয়োজনে দেবহাটায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানান দেবহাটা উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্রান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান দেবাহটা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার জামিল আহমেদ, ওসি শেখ মাহামুদ হোসেন এবং ওসি তদন্ত নুরুস সালাম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, আরশাদ আলী মোল্ল্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নফর বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মোফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, কেবিএ কলেজ, হাজিকেয়ামউদ্দীন কলেজ, দেবহাটা কলেজ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, কৃষক লীগ নেতৃবৃন্দ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলী শেষে ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পরিবারকে সম্বর্ধনা, আলোচনা, সভা নং নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহ জাহান মাষ্টার সহ চারবীর মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত, কেদারমাঠ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী ও পরিদর্শন, মসজিদ দোয়া, মন্দিরে প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, বিকালে নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এছাড়া সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্ল্যা কলেজ, দেবহাটা কলেজ, হাজি কেয়ামউদ্দীন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়।