দেবহাটা অফিস ॥ দেবহাটায় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান ওয়াল্ড ভিশন ও সুশীলনের আয়োজনে দুই দিন ব্যাপী উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রোগ্রাম ম্যানেজার গৌরাঙ্গ ঘোষ, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলু খান,স্পন্সর অফিসার হিরো গাইন, জোসনা বালা, পিন্টু মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কালাম, অনুষ্ঠান পরিচালনা করেন মনিটরিং অফিসার মামুন হোসেন।