দেবহাটা অফিস ॥ দেবহাটায় কর্মরত সাংবাদিকরা সব ধরনের বিভাজন, বিরোধ, বিভক্তির অবসান ঘটিয়ে এক কাতারে সম্পৃক্ত হলেন। প্রকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত এবং যথাযথ প্রক্রিয়ায় সদস্য হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলো না। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভা শেষে কর্মরত সকল সাংবাদিকরা দুপুর বারটায় সাধারন সভায় মিলিত হন। এর পূর্বে বর্তমান কমিটির মেয়াদপুর্তি বিষয়টি নিশ্চিত করেন কার্যনির্বাহী কমিটি। সাধারন সভায় প্রেসক্লাবের সামগ্রীক বিষয়াবলী বিশেষ করে সদস্যভুক্তি, যাচাইবাছাই সহ সাংবিধানিক বিষয়াবলী পরীক্ষন, নিরিক্ষন অথবা সংশোধন, সংযোজন বিষয়ে কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপ্পীর পরিচালনায় ঐক্য প্রতিষ্ঠায় বক্তব্য রাখেন দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আবু তালেব মোল−্যা, কালবেলা প্রতিনিধি ও ফেয়ার মিশন পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী প্রমুখ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন বাবু, সুজন ঘোষ, আবু হুরাইরা, আঃ রব, ডাঃ অহেদুজ্জামান, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন সবুজ, উত্তম কুমার রায়, সজল ইসলাম, এম এ মামুন, আঃ সালাম, মিজানুর রহমান, হিরন মন্ডল, শহিদুল ইসলাম, আবির হোসেন লিয়ন প্রমুখ। ঐক্যের সুবাতাসের ঘ্রান প্রেসক্লাবের সীমানা পেরিয়ে উপজেলার সর্বত্র প্রবাহীত হয়। ঐক্য প্রতিষ্ঠায় সাংবাদিকরা বক্তব্যে বলেন, প্রেসক্লাব মুক্ত চিন্তা, যুক্তবুদ্ধি, সৃজন শীলতার অবায়িত ক্ষেত্র, সকলেই সাংবাদিক, মিডিয়া কর্মি কোন ধরনের রাজনৈতিক পরিচয় নয়, কে কোন দলের তা ও নয়, সাংবাদিকদের অবাধ বিচরন ক্ষেত্রে পরিনত হবে প্রেসক্লাব। অতীতের সব ধরনের মনোমালিন্য ভুলে সকলে এক কাতারে, ঐক্যের বন্ধনে। এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে শহীদ ছাত্র জনতার স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে উপস্থিত সকল সাংবাদিককে মিষ্টিমুখ করানো হয়।