দেবহাটা অফিস \ এই মৌসুমের সর্বাপেক্ষা কালবৈশাখি গতকাল দেবহাটার পারুলিয়া সহ অপরাপর এলাকার উপর দিয়ে বয়ে গেল। সন্ধ্যা ছয়টার দিকে পারুলিয়া বাজারে মুহুর মুহুর দমকা হাওয়া এক পর্যায়ে তীব্র হতে তীব্র ঝড়ে একাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান মাটিতে মিশে যায়। ধুলার কুন্ডলী আর গাছপালা সহ ডাল ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে, আম গাছের তলায় বিছিয়ে থাকতে দেখা গেছে, সর্বশেষ খবরে জানাগেছে প্রচন্ড কাল বৈশাখি পারুলিয়ার পাশাপাশি কুলিয়া, সখিপুর, নোয়াপাড়া সহ দেবহাটা সদরের উপর দিয়ে বয়ে গেছে। টিনের চাল উড়তে দেখা গেছে। ঘেরের বাসা বাড়ী উড়ে গেছে বজ্রপাতের ঘটনা ছিল আতঙ্কের কারন। দোকান ঘর ভেঙ্গে পারুলিয়ায় সামাদ নামের এক ব্যবসায়ী আহত হয়েছে। সর্বাপেক্ষা ক্ষতির কারন হয়েছে আম ব্যবসায়ীদের, আম দাম উঠবে বলে অনেক আম চাষী আম ভাঙ্গেনি। গতকালের ঝড়ের তান্ডবে আম গাছের আম ব্যাপক পড়েছে। এ রিপোর্ট লেখার সময় রাত দশটা দেবহাটা বিদ্যুৎ বিহীন।