দেবহাটা অফিস \ দেবহাটার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে গতকাল বিনামূল্যে বীজ, সার সহ কৃষি উপকরন বিতরন করলেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা সদরে আয়োজিত অন্ততঃ আঠারশত কৃষকের মাঝে কৃষি সহায়তা প্রদান করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অফিসার শরীফ তিতুমীর। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ। কৃষি স¤প্রসারন কর্মকর্তা শওকত ওসমান প্রমুখ। উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে নির্বাহী অফিসার বলেন চাষাবাদের তথা উৎপাদনের বিকল্প নেই। কৃষি উৎপাদনই দেশকে অধিকতর এগিয়ে নিতে পারে। তিনি প্রধানমন্ত্রীর আহবান কৃষকদের স^রণ করিয়ে বলেন কোন জায়গা অনাবাদী যেন না থাকে সে বিষয়ে সতর্ক থাকবেন।