দেবহাটা অফিস \ দেবহাটা কৃষি দপ্তরের আয়োজনে সেমিনার ও কৃষকদের বীজ সার প্রদান করা হয়েছে। গতকাল বিআরডিবি মিলনায়তনে উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ তিতুমীর, বক্তারা কৃষককে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদে পরবর্তি অধিক ফলন উৎপাদনে মনোনিবেশ করার আহবান জানান।