দেবহাটা অফিস \ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দেবহাটার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। দেবহাটা ফুটবল মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আনোয়ারুল হক, সাংবাদিক উত্তম কুমার রায় প্রমুখ। উদ্বোধনী খেলায় দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে।