দেবহাটা অফিস \ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাক্রীড়া সমিতির আয়োজনে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩এর প্রস্তুতি সভা গতকাল দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা আঃ লতিফ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলাইমান হোসেন, এছাড়া ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আজাহার আলী, প্রধান শিক্ষক মদন মোহন পাল, এস,আই গোলাম আজম, আ’লীগ নেতা আনোয়ারুল হক প্রমুখ।