দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশের অভিযানে এবং মামলা নং ৩ তাং- ৬/৪/২৩ ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস এ্যাক্টের ১৫ (৩) ধারায় এসআই হাফিজুর রহমানের দায়ের করা মামলা ঘটনাস্থল বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় হতে অপরাধ সংঘটিত ও ত্রাশ সৃষ্টিকালে ১১ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার কৃত হলো রতেœশ্বরপুর গ্রামের এবাদুর রহমান, মাঝ পারুলিয়ার মহসিন সরদার, একই গ্রামের আব্দুর করিম সরদার, দক্ষিন পারুলিয়ার মনিরুল ইসলাম সরদার, শিমুলিয়ার হাফিজুর রহমান হাপু, উত্তর সখিপুরের তরিকুল ইসলাম, পলগাদার মো: শহিদুল ইসলাম, জগন্নাথপুরের আরশাদ আলী গাইন, বহেরার আঃ আজিজ সরদার, দক্ষিন পারুলিয়ার সাইফুলাহ সরদার, পূর্ব কুলিয়ার নুরনবী বিশ্বাস, মামলার অপরাপর আসামীরা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানাগেছে।