দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দক্ষিন পারুলিয়ার মৃত মানিক মোল্যার পুত্র আলাউদ্দীন মোল্যা, মৃত আনছার গাজীর পুত্র আঃ মজিদ, মৃত ছামছুর রহমানের পুত্র শফিকুল এবং একই গ্রামের কবির আলীর পুত্র আবু মুছা। একই দিনে অপর অভিযানে উত্তর পারুলিয়া গ্রামের ওয়ারেন্ট ভূক্ত আসামী লিয়াকতের পুত্র মুজিবর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কে আদালতে প্রেরন করা হয়েছে।