দেবহাটা অফিস ॥ দেবহাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে পারুলিয়া ও গড়িয়াডাঙ্গা এলাকা হতে আনারুল ইসলামের পুত্র হাফিজ ইসলাম ও রামপদ দাসের পুত্র শেখর চব্দ্র দাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভূক্ত ্আসামী। এসআই গোলাম আযমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গ্রেফতার কৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল চুরি মামলায় সখিপুর খান বাহাদুর আহছান উল্ল্যা কলেজ এলাকা হতে কালিগঞ্জের গোবিন্দপুর এলাকার মৃত মহাম্মদ মালীর পুত্র ওহিদ মালীকে গ্রেফতা করেছে।