দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশের অভিযানে সাত বিএনপি, জামায়াত নেতা কর্মিকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মামলা নং১, ৮/১২/২০২২। দেবহাটা থানা এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার কৃত সাতজন দেবহাটা সদরের মুনছুর আলী, একই গ্রামের সিদ্দিকুর রহমান, হাতেম আলী, গরানবাড়ীয়া গ্রামের ওহিদুল ইসলাম, জামায়াত নেতা কুলিয়ার মাছুম চৌধুরী ও একই এলাকার মনিরুল ইসলাম। একই মামলায় দেবহাটা বিএনপি আহবায়ক পারুলিয়ার মহিউদ্দীন সিদ্দীকি ও জেলা জামায়াত আমীর রবিউল বাসার সহ বাইশ জন এজাহার ভূক্ত আসামী। মামলার অপরাপর আসামীরা হলেন, যুবদলের সদস্য সচিব কুলিয়ার মেহেদী হাসান সবুজ, জিয়াউর রহমান জিয়া, একই এলাকার সৈয়দ আলী, যুবদলের যুগ্ম আহবায়ক পারুলিয়ার আহসান উলাহ ডালিম, যুবদলের যুগ্ম আহবায়ক পারুলিয়ার ওমর ফারুক রাজিব, বিএনপির যুগ্ম আহবায়ক পারুলিয়ার হাসান সরাফি, যুবদলের আহবায়ক সখিপুরের কামরুজ্জামান, আনারুল ইসলাম, ছাত্রদলের সখিপুরের ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের ঘোনাপাড়ার শহিদুল ইসলাম বাবু, চাঁদপুরের সায়েদুর রহমান, শিমুলিয়ার মমিনুর রহমান, বেজরআইটের রফিকুল ইসলাম।