দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল পালিত হলো জলবায়ূ পরিবর্তনে অবহিতকরন সভা। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অবহিত করন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রিফাতুল ইসলামের সভাপতিত্বে, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সমাজ সেবা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল। সভায় জলবায়ূ পরিবর্তন পরবর্তী চাষাবাদের কৌশল সম্পর্কে সমালোচনা হয়।