দেবহাটা অফিস ॥ দেবহাটায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। গতকাল সমাজ সেবা দপ্তরের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনটিতে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন এর সার্বিক তত্ত্বাবধানে কর্মসুচি পালিত হয়।