দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২০৩ জন (পুরুষ ও মহিলা) রুকন উপস্থিতিতে পারুলিয়াস্থ উপজেলা কার্যালয়ে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। উপজেলা আমীর মাও: শিক্ষাবীদ অলিউল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষাবীদ মোস্তফা আসাদুজ্জামান মুকুল, নায়েবে আমীর মহিউদ্দীন মাহমুদ, সহকারী সেক্রেটারী আজিজুর রহমান, সোলাইমান হোসেন, আ: গফুর, কর্মপরিষদ সদস্য মাও: দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, জিয়াউর রহমান প্রমুখ। সম্মেলন পরবর্তী প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। ২০২৫-২৬ সেশনের জন্য রুকনদের ভোটগ্রহণ করা হলেও আমীর প্রার্থী হিসেবে সুনির্দিষ্ট কোন প্রার্থী ঘোষিত না থাকায় যে কোন রুকন যে কাউকে ভোট দিতে পারেন। অর্থাৎ সকল রোকন ভোটার আবার সকলেই প্রার্থী। সংগঠনটিতে নেতৃত্বে যাওয়ার প্রকাশ্য প্রতিযোগিতা নেই।