দেবহাটা অফিস \ দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক (এমএন্ডই) ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জোনাল বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন সহ এলাকার ত্রিশ জন মৎস্য চাষী। এসময় উপজেলার চ্যাংমারী ও আটশত বিঘা খাল খননে সুবিধাভোগীরা তাদের সুফল নিয়ে আলোচনা করেন। সেই সাথে মৎস্য চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।