দেবহাটা অফিস \ প্রাক্তনমন্ত্রী আ’লীগ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি গতকাল সখিপুর মোড় এবং ঈদগা বাজার ও টাউনশ্রিপুর ইউনিয়নের সাধারন জনসাধারনের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী সহ সাধারন মানুষের সাথে কথা বলেন, সুবিধা অসুবিধায় বর্তমানের ন্যায় আগামীতেও পাশে থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। একই দিনে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মিদের সাথে মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় তিনি দলকে সংঘটিত করনে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।