দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন মাদক আমাদের সমাজের জন্য অভিশাপ, মাদককে না বলি, মাদক সমাজ, সংসার এবং জাতিকে সর্বনাশের দিকে নিয়ে থাকে। মাদকের বিরুদ্ধে সজাগ, সতর্ক ও কঠিন, কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। তিনি গতকাল তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। রুপসী ম্যানগ্রোভে আয়োজিত উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আ: লতিফ, দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কৃষি অফিসার শরিফ তিতুমীর, শিক্ষা অফিসার সাহাজাহান আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আসাদুল হক, সাইফুল ইসলাম, আ: মতিন বকুল প্রমুখ।