দেবহাটা অফিস ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের শহীদ যোদ্ধা দেবহাটার আস্কারপুর গ্রামে আসিফ হাসান করব জিয়ারত করলেন বিশ্ব বিদ্যালয় ছাত্রদের সংগঠন দরদী। গতকাল দরদীর নেতৃবৃন্দ আস্কারপুর গ্রামে আসিফ হাসান কবর জিয়ারত পরবর্তী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন দরদী নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতৃবৃন্দ। পারুলিয়া বাজারে বিজয় মিছিল ও সমাবেশ করে। সমাবেশ পরবর্তি পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ হাসানের স্মরনে অস্থায়ী শহীদ বেদি নির্মান করেন। করব জিয়ারত, বিজয় মিছিল ও র্যালীতে অংশ নেন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল−াহ আল মামুন, নাসিম হাসান, বর্তমান সভাপতি সাকিব হাসান, সস্পাদক জি এম আবু রাহাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের দেবহাটা সমন্বয়ক আবিদ হাসান রাহাত। হাফেজ নাসির উদ্দীন মোনাজাত পরিচালনা করেন।