দেবহাটা অফিস ॥ দেবহাটায় শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন গতকাল প্রস্তুতি সভা করেছে। উপজেলার একুশটি পূজা মন্ডবের সভাপতি, সম্পাদক সহ পূজার সাথে সংশ্লিষ্টদের উপস্থিতিতে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি তদন্ত নুরুস সালাম সিদ্দিক, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলমগীর হোসেন সাহেব আলী, সাইফুল ইসলাম, পূজা উদযাপন কমিটির শরৎচন্দ্র ঘোষ, নির্মল কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের মীর খায়রুল আলম, মাহমুদুল হাসান শাওন, অজয় কুমার ঘোষ সহ বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তারা, সভায় প্রতিটি পুজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করন স্বেচ্ছাসেবক নিয়োগ করা সহ বহুবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব পালনের ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।