দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহনে গতকাল দুর্নীতি প্রতিরোধ করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদক খুলনার উপ সহকারী পরিচালক মোঃ শামীম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবীদ এনামুল হক বাবলুর সভাপতিত্বে সাধারন সম্পাদক অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা দুর্নীতি প্রতিরোধ কমিটির আফছার আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব,সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষক, পেশাজীবী, মিডিয়াকর্মি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন আমরা যে যার অবস্থান থেকে স্বচ্ছতা,নিয়মনীতি ,বিধি, বিধান কে সম্পৃক্ত করে কাজকরি দুর্নীতিকে না বলি এমন আয়োজন দুর্নীীত রোধ এবং জনসচেতনতাকে এগিয়ে নেবে।