দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটিতে অঙ্গিকান্ড মহড়া, ভূমিকম্পে উদ্ধার তৎপরতা, র্যালী আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের ফুটবল মাঠে আয়োজিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে দূর্যোগ কালিন ফায়ার সার্ভিসের তৎপরতা বিষয়ে নেতৃত্ব দেন সখিপুর ফায়ার সার্ভিসের লিডার কলিমুদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা সফিউল বাসার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল আজিজ।