দেবহাটা অফিস \ দেবহাটার উপজেলা প্রশাসন গতকাল দূর্যোগ প্রস্তুতি সভা করেছে। দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সভাপতি বলেন ঘুর্ণিঝড় অশনি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করতে হবে। কোন ধরনের অসতর্কতা নয়, প্রস্তুতির সামান্যতম ঘাটতি রাখা যাবে না। তিনি সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলকে দূর্যোগ প্রস্তুতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান সভায় প্রস্তুতিমূলক বহুবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ লতিফ, সমাজসেবা অধির কুমার গাইন সহ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।