দেবহাটা অফিস \ দেবহাটায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। গতকাল পারুলিয়া গরুহাট খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, রবিউল ইসলাম, নওয়াব আলী প্রমুখ। সভাপত্বি করেন খাদ্য গুদাম ওসি এলএসডি কৃপাসিন্ধু। চলতি মৌসুমে দেবহাটা উপজেলায় সরকারি ভাবে ৪৭৬ মেট্রিকটন ধান ও ৫০১ মেট্রিকটন চাল কৃষকের থেকে সরকারি ভাবে ক্রয় করা হবে।