দেবহাটা অফিস ॥ দেবহাটা থানা পুলিশ নাশকতা প্রচেষ্টা ও পরিকল্পনা কালে বিএনপি জামাতের চারনেতাকে গ্রেফতার করেছে একই দিনে বিভিন্ন মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুলিশী অভিযানে সখিপুর নারিকেলী এলাকায় নাশকতা চেষ্টা কালে গ্রেফতার হয়। এ সময় পুলিশ তিনটি ককটেল ও পেট্রোল বোমার সরঞ্জাম উদ্ধার করে বলে পুলিশ সূত্র জানায়। গ্রেফতারকৃতরা হলো এনামপুরের হাবিবুর রহমানের পুত্র সোলাইমান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলীর পুত্র এছাকগাজী (৬৫), নোয়াপাড়ার দ্বীন মোহাম্মদের পুত্র আবু সাইদ (৫০), এবং কুলিয়ার টিকিট গ্রামের মৃত রেজাউল মোড়লের পুত্র আমজাদ হোসেন (৪৫), এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে মামলা নং-১৫, একই দিনে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতরা হলো ঘলঘলিয়া গ্রামের নুর ইসলাম সরদারের পুত্র নুর হোসেন ওরফে মোকছেদ ৩৮, উত্তর সখিপুরের মুনছুর আলীর পুত্র মুকুল হোসেন ৩৫, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।